গৌরনদী
আবুল হাসানাত আবদুল্লাহর গণসংবর্ধনা জনসমুদ্রে পরিনত \ ওরা জঙ্গি-ওরা সন্ত্রাসী-ওরা স্বাধীনতা বিরোধী, ওদের প্রতিহত করতে হবে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী, ওরা স্বাধীনতা বিরোধী ওদের প্রতিহত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ওরা আমার দেশের নিরহ সাধারন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। বাংলা মাটিতে ওদের জায়গা নেই। গতকাল শুক্রবার বিকেলে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে ২০০১ সালে গৌরনদী-আগৈলঝাড়ার সংখ্যালঘুদের নির্মম নির্যাতন করেছে বিএনপির সন্ত্রাসীরা। গৌরনদী -আগৈলঝাড়ার ৫০ হাজার হিন্দুদের পাশ্ববর্তি রামশীলে আশ্রয় নিতে হয়েছিল। দক্ষিাঞ্চলের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য তিনি দক্ষিনাঞ্চলবাসীসহ দেশবাসীর প্রতি আহবান জানান।
পার্বত্য শান্তিচুক্তি প্রণেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ পূর্নমন্ত্রীর মর্যদা প্রদান করায় গৌরনদী ও আগৈলঝাড়া আওয়ামীলীগে পক্ষ থেকে গতকাল শুক্রবার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গনসংবর্ধনার আয়োজন করা হয়। গনসংবর্ধনা অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিনত হয়। বিকেল ৪টা -৩৫মিনিটে বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে মঞ্চে আসেন প্রধান অতিথি পার্বত্য শান্তিচুক্তি প্রণেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বরিশাল-১ আসনের সাংসদ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে সংবর্ধনাস্থল। অনুষ্ঠানের শুরুতেই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বরিশাল-১ আসনের সাংসদ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গৌরনদী উপজেলা আওযামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তিচুক্তি প্রণেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বরিশাল-১ আসনের সাংসদ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল -২ আসনের সাংসদ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাডভোটেক মোঃ জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও আবুল হাসানাত আবদুল্লাহর সুযোগ্য উত্তরসুরী বরিশাল-১ আসনের আগামির কাÐারী আশিক আবদুল্লাহ। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও পৌর মেয়রগনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মূর্তজা খান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা আব্দুর রইস সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান ।
প্রধান অতিথি পার্বত্য শান্তিচুক্তি প্রণেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বরিশাল-১ আসনের সাংসদ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ দক্ষিনাঞ্চলের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়ন বাধাগ্রস্থ হয়। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমাদের ক্ষমতার সময়ে অনুমোদিত হাতে নেওয়া উন্নয়ন প্রকল্প বিএনপি বন্ধ করে দিয়েছে। বিএনপিকে বর্জনের জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানান। এর আগে গৌরনদীর সিনিয়র আ.লীগ নেতা আবু সাঈদ নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, মাহিলাড়া চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টুর নেতৃত্বে প্রধান অতিথি আবুল হাসনাত আবদুল্লাহকে উজিরপুর ইচলাদি টোল ঘর থেকে বিশাল মটরসাইকেলে শোভা যাত্রা করে গৌরনদীতে নিয়ে আসেন। সংবদধনা সভায় যোগদানকারী অনেকেই বলেন, স্মরনকালের বিশাল গনজমায়েত ছিল আবুল হাসানাত আবদুল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানটি।