গৌরনদী
গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রোতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সকালে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক বিক্রোতা বেলায়েত মাতুব্বর(৩৫)কে গ্রেফতার করেছে। এ ঘটনায় শুক্রবার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রোতা বেলায়েত মাতুব্বর পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে বেলায়েত মাতুব্বরকে আটক করে দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার পরিদর্শক (এসআই) মেহেদী হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।