বরিশাল
আগৈলঝাড়ায় তিন হিজড়াকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামে সোমবার দুপুরে তিন হিজড়াকে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে এক দম্পত্তি। এ ঘটনায় হিজড়ারা দলবদ্ধ হয়ে স্থানীয়দের সহায়তায় দম্পত্তির বাড়িতে হানা দিলে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। হিজড়ার উপর হামলার ঘটনায় আগৈলঝাড়া থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও আহত হিজড়ারা জানান, অতি সম্প্রতি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের হাজ্বী মোঃ মোসলেম তালুকদারের পুত্র অবসরপপ্রাপ্ত শিক্ষক দেলোয়ার তালুকদার ও স্ত্রী দিলরুবা বেগমের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহন করে। প্রত্যক্ষদর্শী গ্রামের মমতাজ বেগম, জাহানারা আক্তার জানান, কোন বাড়িতে নবজাতক জন্ম নিলে স্থানীয় হিজরারা ওই বাড়িতে গিয়ে টাকা দাবি করে থাকেন। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে হিজড়া দোয়েল ও বন্যা ওই দম্পত্তির বাড়িতে গিয়ে নাজ,গান শুরু করে ৫ হাজার টাকা দাবি করেন। দম্পত্তি টাকা না দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
হিজড়া বন্যা (২৫)অভিযোগ করেন, তারা যখন নাচগান করে আনন্দ উল্লাস করছিল এ সময় দেলোয়ারের স্ত্রী দিলরুবা বেগম তাকে (বন্যাকে) দোয়েল(২৮)কে মারধর শুরু করে। এসময় তাদের ডাকচিৎকারে হিজড়া পায়েল(২৭) এগিয়ে আসলে দেলোয়ার তালুকদার ও স্ত্রী দিলরুবাসহ ঘরের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করে তিন হিজড়াকে বেদমভাবে পিটিয়ে জখম করেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বাজারের হিজড়া জড়ো হয়ে স্থানীয়দের সহায়তায় বাড়িতে হানা দলি দেলোয়ার দম্পত্তি বাড়ি ছেলে পালিয়ে যায়। আহতরা অগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অভিযোগ সম্পর্কে জানার জন্য দেলোয়ার তালুকদার ও স্ত্রী দিলরুবা বেগমের সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. হাসানুজ্জামান জানান, হিজড়াদের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।