গৌরনদী
গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের একটি পুকুর থেকে গতকাল সোমবার দুপুরে ভাসমান অবস্থায় ছয় বছরের শিশু কন্যা সানজিদা খানমের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী আলম প্যাদার কন্যা সানজিদা খানম (৬) সোমবার সকালে পরিবারের সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পরে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তিতে দুপুর আড়াইটায় বাড়ির লোকজনে পুকুরে খুঁজতে গেলে ভাসমান অবস্থায় শিশু সানজিদার লাশ দেখতে পায়। এসময় সানজিদার স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে লাশ উদ্ধার করে।এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।