গৌরনদী
জাতীয় সাংবাদিক সংস্থার তিন যুগপূর্তি উদযাপন উপলক্ষে গৌরনদীতে কেককাটা-র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় সাংবাদিক সংস্থার তিন যুগ পূর্তি উৎসব উপলক্ষে গৌরনদী শাখার উদ্যোগে গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য র্যালী বের করা। র্যালী শেষে গৌরনদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেককাটচা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা গৌরনদী শাখার সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির জনকল্যান সচিব মামুন অর রশিদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রনি, সাবেক সভঅপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সম্পাদক আবু সাঈদ খন্দকার, প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, অনলাইন অঅলেঅর দিক পত্রিকার সম্পাদক মোঃ আজাদ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এইচ, এম, সুমন। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শামীম মীর, কোষাধ্যক্ষ লোকমান হোসেন রাজু, দপ্তর সম্পাদক শেখ খলিলুর রহমান, প্রচার সম্পাদক রাজীব হোসেন খান, সাংবাদি আরেফিন রিয়াদ।