গৌরনদী
জাতীয় সাংবাদিক সংস্থার তিন যুগপূর্তি উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় সাংবাদিক সংস্থার তিন যুগ পূর্তি উদযাপনের লক্ষে গৌরনদী শাখার উদ্যোগে গতকাল রবিবার সকালে অস্থায়ী কার্যালয়ে (গৌরনদী বাসষ্টা-) এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা গৌরনদী শাখার সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. পলাশ তালুকদার, সাধারন সম্পাদক শামীম মীর, কোষাধ্যক্ষ লোকমান হোসেন রাজু, দপ্তর সম্পাদক শেখ খলিরুর রহমান, প্রচার সম্পাদক রাজীব হোসেন খান। সভায় দিনটি পালনের জন্য র্যালী, আলেঅচনা সভা ও কেককাটাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্বান্ত গ্রহন করা হয়েছে।