বরিশাল
বরিশালে পুলিশের বাঁধায় বিএনপির মিছিল পন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নগরীতে বিএনপির সমাবেশ শেষে বের করা বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। সোমবার বেলা এগারোটার দিকে নগরীর জেল খানার মোড় থেকে মিছিল নিয়ে অশ্বিনী কুমার টাউন হল চত্বরের দলীয় কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ বাঁধা প্রদান করে মিছিল পন্ড করে দেয়।
পরে মৌনতা অবলম্বন করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির আয়োজনে জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আবুল হোসেন খান, সরফুদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন সিকদার, আনোয়ারুল হক তারিন প্রমুখ। সমাবেশে শেষে নেতাকর্মীরা দ্বিতীয় দফায় মিছিল বের করতে চাইলে পূর্ণরায় পুলিশ বাঁধা প্রদান করে মিছিল পন্ড করে দেয়।