গৌরনদী
গৌরনদীতে যুবলীগ নেতার বাবার মৃত্যূবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীর উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগ নেতা সোহেল ভুঁইয়া ও ইটালী প্রবাসী সুমন ভুইয়ার পিতা মরহুম সামচুল হক ভুঁইয়ার ২য় মৃত্যু উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদজুমা তার নিজ বাড়ীতে পরিবারের পক্ষ থেকে দোয়া- মোনাজাত ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম দিলীপ, বিশিষ্ট গৈলা ্ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দ্বিপ, সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফিরোজ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মাওলানা হাফেজ মোঃ নুরুল হক, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মামুন মাঝি, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ সিকদার, পৌর যুবদলের সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া- মোনাজাত পরিচালনা করেন সরকারী গৌরনদী কলেজ মসজিদেও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মুঃ মহিউদ্দিন।