গৌরনদী
গৌরনদীতে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ-বোমা হামলা, আহত-১০
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বরদুলালী গ্রামে গতকাল বুধবার সকালে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে বোমা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দশ জন আহত হয়েছে। গুরুতরভাবে আহত দুই জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. রাসেল হাওলাদার(২৮) দেশীয় বালু উত্তোলন মেশিন দিয়ে বালু ভরাটের ব্যবসা করে আসছিল। সম্প্রতি বার্থী ইউনিয়ননের বরদুলালী গ্রামের জানে আলমের ডোবা ভরাটের কাজ নেন। গত মঙ্গলবার রাসেল ভরাট কাজ শুরু করেন। ভরাট কাজকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা মামুন প্যাদাসহ কতিপয় যুবলীগ নেতাকর্মির সঙ্গে তাদের ঝগড়াঝাটি হয়। এর জের ধরে গতকাল বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছাত্রলীগ-যুবলীগ ও স্বজনসহ ১০ নেতা কর্মি আহত হয়।
আহতরা হলেন, মামুন প্যাদা(৩৫), তার চাচা শ্বশুর সোহাগ বেপারী(৩৬), সমর্থক যুবলীগ কর্মি সোহরাব(৪০) লিটন হাওলাদার(২০), সাইদুল বেপারী(২৮), ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার(২৮) তার মা হাসিনা বেগম(৪৫), সমর্থক আরিফ হোসেন(২৫)। গুরুতরভাবে আহত সোহাগ বেপরীকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাব হোসেন(৪০)কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, বার্থী ইউনিযনের বরদুলালী গ্রামে আমি বালু ভরাটের কাজ নেই। গত মঙ্গলবার সকালে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সদস্য মামুন প্যাদা তার সহযোগী সোহরাব হোসেনকে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধের হুমকি দেন মামুন ও সোহরাব। গতকাল বুধবার সকালে আমি লোকজন নিয়ে ভরাট কাজ শুরু করলে তারা ভরাট কাজে বাধা দেয় । এসময় আমি সমর্থকদের নিয়ে বাধা দিলে তারা ফিরে গিয়ে সকাল ১১টার দিকে পুনরায় লাঠিসোটাসহ সন্ত্রাসীদের নিয়ে বোমা হামলা চালায় এবং কুপিয়ে ু পিটিয়ে আমার মাসহ সমর্থকদের আহত করেছে। এ ছাড়া পাইপ কেটে বিনষ্ট করে দেয়।
অভিযোগ অস্বীকার করে যুবলীগ কর্মি সোহরাব হোসেন বলেন, আমি ও রাসেল যৌথভাবে বালু ভরাটের ব্যবসার কাজ শুর করি। বরদুলালী গ্রামে একটি ভরাট কাজ শেষ করার পরে তার লভ্যাংশ আমি দাবি করলে রাসেল তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে ঝগড়াঝাটি হলে ছাত্রলীগ নেতা রাসেল তার দলবল নিয়ে আমার উপর হামলা চালায় এবং আমার সমর্থকদের কুপিয়ে জখম করেছে। একইভাবে অভিযোগ অস্বীকার করে মামুন প্যাদা বলেন, চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ন মিথ্যা। আমার চাচা শ্বশুরকে কুপিয়ে জখম করলে আমি জিজ্ঞাসা করতে গেলে রাসেল নিজেই দলবল নিয়ে বোমা হামলা চালিয়ে উল্টো অঅমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষের সত্যতা পাওয়া গেেছ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।