গৌরনদী
যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মির হামলা ॥ গৌরনদী বিএনপির দুই নেতার চিকিৎসায় বোষ্টন সভাপতির লক্ষাধিক টাকার অনুদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অতিসম্প্রতি গৌরনদী উপজেলার পিংলাকাঠী বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকরের উপর যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মিরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আবু বকর রক্তাক্ত জখমসহ ডান চোখ নষ্ট করে দেয় বলে পারিবারিক সূত্র দাবি করেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খোন্দকার মোশারফ হোসেনের বরিশাল সভায় যোগদান করতে যাওয়ার পথে ছাত্রলীগ কর্মিদের হামলায় জখম হন গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির। দুই বিএনপি নেতাই ঢাকা ও বরিশালে চিকিৎসাধীন রয়েছে। দুই নেতার চিকিৎসায় আমেরিকার বোষ্টন বিএনপি সভাপতি সৈয়দ বদরে আলম এক লক্ষ দশ হাজার অনুদান প্রদান করেন।
গৌরনদী উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকর(৫৫) অভিযোগে জানান, পিংলাকাঠী বাজারের আজাহার হাওলাদারের দোকানে চা পান করে বের হলে ৮/১০ জন যুবলীগ-ছাত্রলীগ সস্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে জখম করে এক পর্যায়ে ক্রিকেট ব্যাড দিয়ে দুই চোখ নষ্টের চেষ্টা চালায়। প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরে বরিশাল শেবাচিম এবং সর্বশেষ ঢাকায় পাঠানো হয়। ধানম-ি হারুন আই ফাউ-েশন চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ এ হাসান বলেন, চোখের পিছনের অংশ ও করনীয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ। ডান চোখ হারানোর বিষয়টি প্রায় নিশ্চিত। বিদেশেী নিয়ে উন্নত চিকিৎসা দিয়ে হয়তো শেষ চেস্টা করা যেতে পারে।
গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শাহ আলম ফকির অভিযোগ করেন, বিএনপির স্থায় কমিটির সদস্য ডঃ খোন্দকার মোশারফ হোসেনের বরিশাল আগমনে সভায় যোগদান করতে যাওয়ার পথে গৌরনদী বাসষ্টা- পৌছলে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাতুল শরীফের নেতৃত্বে ১৫/২০ জন ছাত্রলীগ নেতা কর্মিরা শার্টের কলার ধরে টেনে হেচরে গাড়ি থেকে নামিয়ে লোহার রড, কাঠ দিয়ে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেয়। সেই থেকে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন।
গৌরনদী উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকর ও গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শাহ আলম ফকিরের চিকিৎসা সেবায় এগিয়ে এলেন আমেরিকার বোষ্টন বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম। সৈয়দ বদরে আলম গাজী আবু বকরের জন্য এক লক্ষ টাকা ও শাহ আলম ফকিরের চিকিৎসার জন্য দশ হাজার টাকার অনুদান প্রদান করেন। গতকাল আহত দুই বিএনপি নেতার হাতে অনুদান তুলে দেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ বদরে আলমের সহদর সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া বিএনপির সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি এস,এম, মনিরুজ্জামান মনির, বরিশাল জেলা মহিলা দলের সভানেত্রী তাসলিমা বেগম, পৌর সাবেক সাধারন সম্পাদক হান্নান শরীফ ও বিএনপি নেতা মোঃ সরোয়ার হোসেন মিয়া ।