গৌরনদী
আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)র সংগে আগৈলঝাড়ায় প্রেসক্লাব নব নির্বাচিত কমিটির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ -এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০১৮ সালের নব নিবাচিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার রাতে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাস ভবনে আগৈলঝাড়া প্রেসক্লাব নব নির্বাচিত নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় এমপি হাসানাত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন দেশের স্বার্থে সকলকে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শকুল, আশীষ তপাদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, আগৈলঝাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সহ-সভাপতি শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ওমর আলী সানি, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক রিপন বিশ্বাস, সদস্য ওয়াসিম ভূইয়া সেলিম, মো.সাইফুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, মো. মনিরুজ্জামানসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।