গৌরনদী
উজিরপুরে সড়ক ও জনপথ বিভাগের ৯ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকমঃ উজিরপুরে একই দিনে সড়ক ও জনপথ বিভাগের ৯ কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। শনিবার সকাল ১০টা উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহীদুল ইসলাম, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রভাষক এনায়েত হোসেন, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামীলীগের নেতা খোকন হালদার, ইউপি সদস্য সুলতান, ফারুক, মোশারেফ মল্লিক প্রমূখ। এ সময় সাকরাল রব মার্কেট থেকে গড়িয়া নতুনহাট পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান সিরাজুল ইসলাম হানিফ এর ৩৮ লক্ষ ৫৫ হাজার টাকার ৭শত মিটার কার্পেটিং রাস্তা, চথলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ মেসার্স এইচ.ই এবং মিত্র এন্ড কোং লিঃ এর ৭৬ লক্ষ ৬৩ হাজার টাকার ভবন, চথলবাড়ি-চৌমোহনী বাজার রোড মেসার্স মাহাবুব নাহিদ (জেভি) ২ কোটি ১৮ লক্ষ টাকার আড়াই হাজার মিটার কার্পেটিং রাস্তা, ডাবেরকুল কলেজ থেকে চৌমোহনী বাজার রোড মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কোং ৩ কোটি ২৪ লক্ষ টাকার ২৩ শত ৪৪ মিটার কার্পেটিং রাস্তা ও ৬টি বক্স কালভার্ট, গাজীরপাড় সিকদার বাড়ি থেকে কাদের বেপারীর বাড়ি ভায়া জব্বার মাষ্টারের বাড়ি পর্যন্ত তেঁতুলতলা রোড মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিং কোং ১ কোটি ১৪ লক্ষ টাকা কার্পেটিং রাস্তা, এ ছাড়া চেইনেজ ৮৫০ মিটারে আরসিসি গার্ডার বেজ নির্মাণ মেসার্স শশাঙ্ক সমদ্দার ৮৩ লক্ষ ৩১ হাজার টাকার কাজের উদ্বোধন করেন।