গৌরনদী
গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান আর নেই ॥ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির প্রবীন নেতা ও ৯০‘র শ্বৈরাচার বিরোধী আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্বদানকারী, বিশিষ্ট আইনজীবি ও গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোটেক সিদ্দিকুর রহমান(৮৮) গতকাল শনিবার সকালে নিজ বাসভবন পৌর সদরের চরগাধাতলী মহল্লায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লহি …..রাজেউন)। গতকাল বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পৈত্রিক বাড়ি শরীফাবাদ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। ৯০‘র শ্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের গৌরনদীর আহবায়ক তৎকালীন জাতীয়তাবাদি ছাত্রদলের গৌরনদী উপজেলা সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বিএনপির দূর্দিনে হাল ধরেছিলেন। শহীদ জিয়ার মৃত্যুর পরে সবাই যখন এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন তথন তার নেতৃত্বে দল পনূগঠিত হয়েছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক ও বরিশাল জেলা সদর উত্তর সাধারন সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, কেন্দ্রেীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাতীয়তাবাদী আইনজীবি পরিষদের যুগ্ম মহাসচিব ও কার্যনিবাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক গোলাম হোসেন মাস্টার, আ,ফ,ম রশিদ দুলাল, পৌর বিএনপির সভাপতি এসএম মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির মানবাািধকার সম্পাদক কাজী সরোয়ার, উপজেলা যুবদলের সভাপতি শরীফ সফিকুর রহমান, সাধারন সম্পাদক রফিক চোকদার, পৌর যুবদলের সভাপতি নান্না খঅন সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদার। এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।