গৌরনদী
মহান বিজয় দিবস উপলক্ষে সরিকলে মুক্তিযোদ্ধাদের বিজয় র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মহান বিজয় দিবস ২০১৭ ও ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ায় সরিকল মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল সোমবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন বীর মুিক্তযোদ্ধা আবদুর রহিম । প্রধান অতিথি ছিলেন সরিকল ইউপি চেয়ারম্যন ফারুক হোসেন মোল্লা । বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন আকন সভাপতি আওয়ামী লীগ সরিকল ইউনিযন, বীর মুক্তিযোদ্ধা মো:জাঙ্গীর হোসেন মোল্লা সাধারন সম্পাদক, আওয়ামী লীগ সরিকল ইউনিয়ন, ডেপুটি কমান্ডার নুরমোহাম্মাদ হাওলাদার, বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইসরাতুল ্্্্ইসলাম রাসু, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আ:মান্নান মৃধা, বীর মুক্তিযোদ্ধা ছত্তার প্যাধা, দেলোয়ার হোসেন ,আনোয়ার হোসেন,কাজী গোলাম মোর্রশেদ,আবুল কাশেম প্যাদা,মুক্তি যোদ্ধাসন্তান শহিদুল ইসলাম (নান্না),ইউপি সদস্য ফারুক সরদার,ইউপি সদস্য আফজাল হোসেন মোল্লা প্রমূখ।