গৌরনদী
গৌরনদীতে ইবতেদায়ী শিক্ষকদের ৬ দফা দাবী আদায়ের আন্দলন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীতে বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে ৬দফা দাবী আদায়ের লক্ষে গতকাল আল-হেলাল ইসলামিয়া দাখিলমাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা শাখার সভাপতি মো: তাজুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন বরিশাল জেলা ও বিভাগের সভাপতি, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ডা: মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন উজিরপুর উপজেলা শাখার সভাপতি ও সদস্য কেন্দ্রীয় কমিটি মাওলানা মো: মিজানুর রহমান, মাওলানা মো: আশ্রাব আলী, মাওলানা মো: আবদুর রব, মাওলানা মো: সোহরাব হোসেন, মাওলানা মো: হারুনঅর রশিদ ফকির,মো: আক্তার হোসেন-প্রমূখ। বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন গৌরনদী উপজেলা শাখার উপদেষ্টা ও পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল জলিল, আল-হেলাল ইসলামিয়া দাখিলমাদ্রার সুপা মাওলানা মো: শাহাদাৎ হোসেন। শেষে ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের দাবি ২০১৭সালের ১জানুয়ারী থেকে সকল সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় করন ও কর্মরত শিক্ষকদের চাকুরী সরকারি করন, শিক্ষার্থীদের উপবৃত্তি চালু, আলাদা ভবন নির্মান, শিক্ষকদের প্রশিক্ষন ব্যবস্থা চালু, সিনিয়র বেতনস্কেল প্রদান, উচ্চ পদে নিয়োগের সুযোগ প্রদানসহ ৬দফা আদায়ের লক্ষে দাবি তুলে ধরেন।