গৌরনদী
গৌরনদীতে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যহত, বাড়ি ও দোকানে ভাঙচুর,
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন কুমার রায়কে লাঞ্চিত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছাত্রলীগ কর্মি সাকির গোমস্তা(১৮)। গতকাল বৃহস্পতিবার সকালে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে আসামিদের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে সাকিরের লাশ বাড়িতে পৌছে । জানাজা শেষে রাত সাড়ে ১০টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। স্থানীয়রা জানান, সাকির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পস থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্বজনরা। হামলায় জড়িত ও মামলার এজাহারভূক্ত আসামিদের বাড়িতে হামলা করে তিনটি বসত ঘর ও একটি দোকান ভাংচুর করে ও নবম শ্রেনির ছাত্র সাকিল গোমস্তাকে মারধর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে। নিহত সাকিরের উপর হামলার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন বলেন, হামলার মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করার জন্য গতকাল বৃহস্পতিবার বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে আবেদন করেছি।
আসামি রিয়াজ খানের মা মুকুলী বেগম(৪৫) অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে একদল যুবক বাড়িতে হামলা করে ঘর ভাঙচুর করেছে। আসামি সোহেল গোমস্তার মা সাজেদা বেগম অভিযোগ করে বলেন, দুপুর পোনে ১২টার দিকে আমার বসত ঘরে হামলা চলিয়ে ভাঙচুর করেছে। একই অভিযোগ করেন, সোহেলে চাচি রাশিদা বেগম ও সুমন হাওলাদারের মা ।
গৌরনদী থানার ভখারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাকির হত্যার প্রতিবাদে কলেজের ছাত্ররা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের আসামিদের বাড়িতে হানা দেওয়া চেষ্টা করছে খবর পেয়ে ঘটনাস্তলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। সামান্য কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্তিতি শান্ত রযেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।