গৌরনদী
নাশকতার মামলায় গৌরনদী বিএনপি ৬১ নেতা কর্মির জামিন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের জন্ম দিন উপলক্ষে বরিশালের গৌরনদী পৌর সদরে গত সোমবার কেককাটা ও আলোচনা অনুষ্ঠানে হামলা চালায় ক্ষমতাসীন দলের ছাত্রলীগ-যুবলীগ নেতা কর্মিরা। হামলার পর পুলিশ উল্টো ঘটনাস্থলে অবরুদ্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের ৬১ জন নেতা কর্মি বিরুদ্ধে পুলিশের নাশকতার মামলা দায়ের করেন। মামলায় গতকাল জামিন লাভ করেন আসামিরা।
আসামী পক্ষের আইনজীবি আব্দুর রহমান জানান, গতকাল বুধবার আসামিদের বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের বিচারক শিহাবুল ইসলামের কাছে ন্যায় বিচার দাবি করে আসামিদের জামিন পাওয়ার আবেদন করলে বিজ্ঞ বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষে অন্যান্য আইজীবিদের মধ্যে ছিলেন সিনিয়র আইনজীবি মো. মজিবুর রহমান, মো. মহসিন মন্টু।
উল্লেখ গৌরনদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা তারেক জিয়ার ৫৩তম জন্ম উপলক্ষে গৌরনদী পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মোল্লার বাড়িতে ঘরোয়া পরিবেশে কেকাটার আয়োজন করলে হামলা চালায় গৌরনদী ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মিরা। হামলায় ২০ জন অহত হয়। ওই ঘটনায় অবরুদ্ধ থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের ৬১ জন নেতা কর্মিকে আটক করে তাদের বিরুদ্ধে গৌরনদী থানার উপপরিদর্শক মো. সগির হোসেন বাদি হয়ে নাশকতার মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান।