গৌরনদী
গৌরনদী উপজেলার নারী ভাইস চেয়ারম্যানেরশপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান রবিবার সকালে তার নিজ কার্যালয়ে জেলার গৌরনদী উপজেলার নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহে আলম খানের মৃত্যুতে শুন্য চেয়ারম্যান পদে গত ৬ মার্চ নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে মনিরুন নাহার মেরীর পদটি (নারী ভাইস চেয়ারম্যান) শুন্য ঘোষনা করা হয়। এ পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে তফশিল ঘোষণার পর গত ৮ অক্টোবর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক হিসেবে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্রপতির সেবাপদক গ্রহণকারী নারী নেত্রী এ্যাডভোকেট সাহিদা আক্তার মনোনয়নপত্র জমা দেন। তার প্রতিদ্বন্ধী কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা গত ১৭ অক্টোবর বিনাপ্রতিদ্বন্ধীতায় এ্যাডভোকেট সাহিদা আক্তারকে নির্বাচিত ঘোষণা করেন।