গৌরনদী
গৌরনদীতে আ.লীগের সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্ধোধনী অনুষ্টান রবিবার বিকেলে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী. মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন, সাধারন সম্পাদক কবির হোসেন খান, বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বজলুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আরিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, । শেষে অতিথিরা সদস্য পদ সংগ্রহ ও নবায়নের ফরম বিতরনের মাধ্যমে কর্মসুচির উদ্ধোধন করেন।