গৌরনদী
৪০ মন পলিথিন জব্দ করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ফিলিং ষ্টেশনের কাছে শুক্রবার দুপুরে ঢাকা খেকে বরিশালগামী একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস থেকে বস্তাবন্দী ৪০ মন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
পরবর্তীতে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নিবাহী অফিসার মাসুমা আক্তার দুরপাল্লার যাত্রীবাহী বাস সূর্যমুখি পরিবহনের (যার নং ঢাকা মেট্রো-ব-১১-১০৯৩) চালক ফরিদুল ইসলামকে অবৈধ পলিথিন বহন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত পলিথিন বিনস্ট করার জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।