গৌরনদী
গৌরনদী পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল জেলার গৌরনদী উপজেলায় রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে গৌরনদীর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার ৬ নভেম্বর অর্থদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
বাংলাদেশে পৌরসভা এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী পৌর সভাা সবিচ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অর্ধর্দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করা হয় । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সহ-সভাপতি ও গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদুল হক, বরিশাল জেলার সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, পৌরসভার সহ- সভাপতি ও হিসাব রক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায়, বরিশাল জেলার সদস্য ও উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুত) মামুন-অর-রশিদ, পৌরসভার কর আদায়কারী ও সাধারন সম্পাদক কে, এম মোশাররফ হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক কাজী শফিকুর ইসলাম স্বপন, মোঃ মফিজ সেরনিয়াবাদ ও ডলি রানী বনিক প্রমুখ । অর্ধর্দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে গৌরনদী পৌরসভার ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। বক্তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন পাওয়ার এক দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারে প্রতি আহবান জানান। বক্তব্যরা বলেন, “এক দেশে দুই নীতি মানি না মানব না ” তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার জন্য আকুল আবেদন জানান।