গৌরনদী
ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ॥ আওয়ামীলীগের প্রার্থী’র একক মনোনয়ন পত্র দাখিল ॥ বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনার অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানের পদের উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে গতকাল দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সাহিদা আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল দুপুর দেড়টায় সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমানের কাছে এ আ.লীগ প্রার্থী মনোয়নপত্র জমা দেন। আর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ার বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনার অপেক্ষায় এ্যাডঃ সাহিদা আক্তার।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহান মেরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বরিশাল জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন, ১০ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার ও আগামী ৪ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।