গৌরনদী
গৌরনদীতে গৃহবধু অপহরনের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকা থেকে গৃহবধু ও এক সন্তানের জননীকে (২৪) অপহরনের ৫ দিন পর বুধবার রাতে মামলা দায়ের করেছে। অপহৃতার পিতা শেখ মোঃ আলাউদ্দিন বাদি হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর সকাল আনৃমানিক ১১টার দিকে গৃহবধু মারুফা আক্তার মাসুমা তার স্বামী ফরহাদ হোসেনের বাড়ি থেকে হোসনাবাদ বাজারে আসছিল। পথি মধ্যে শাহজাহান সিকদারের বাড়ি পাশে পাকা সড়কে পৌঁছলে পার্শ্ববতী চন্দ্রহার গ্রামের আলাউদ্দিন সরদারের বখাটে পুত্র আঃ রহিম সরদারের নেতৃত্বে ৩ থেকে ৪জনে মাসুমাকে কৌশলে অপহরন করে। এ ঘটনায় বুধবার রাতে অপহৃতার পিতা শেখ মোঃ আলাউদ্দিন বাদি হয়ে আঃ রহিম সরদার, বেল্লাল হোসেন ও ইউসুব খানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।