Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ব্যাপক উৎসাহে আখতারুন্নেছা হাইস্কুল ও জংগলপট্টি দাখিল মাদ্রাসার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

    | ১৪:২৪, এপ্রিল ০১ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই আমরা ভোট দিতে পেরে খুবই আনন্দ পেয়েছি। সুষ্ঠু গণতন্ত্রের চর্চার মাধ্যমে নেতৃত্বের বিকাশ কিভাবে ঘটে তা আমরা এখন থেকে বুঝতে পেরেছি। বর্তমান সরকারের ইতিবাচক এ পদক্ষেপকে আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
    কথাগুলো বলছিলো, স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী দশম শ্রেনীর ছাত্র শরীফ মোঃ জাহিদ, সুমাইয়া আক্তার, নির্বাচর কমিশনার নবম শ্রেনীর ছাত্রী ইশরাত জাহান ঈশিতা ও প্রিসাইডিং অফিসার দশম শ্রেনীর ছাত্রী জেসিকা আহম্মেদ জুঁই। এরা সবাই জেলার গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
    সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, প্রথমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাগুলোর স্টুডেন্টস কেবিনেট নির্বাচন স্থগিত করা হয়েছিলো। স্থগিত হওয়া উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। নির্বাচনের প্রার্থীরা হাতের লেখা পোস্টার দিয়ে পুরো স্কুল চত্বরকে সাজিয়ে তোলে। জাতীয়, স্থানীয় অন্যসব নির্বাচনের চেয়ে আয়োজনের কোন অংশেই কমতি ছিলোনা এ নির্বাচনে। শিক্ষার্থীরা ভোট প্রয়োগের মাধ্যমে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাতজন প্রতিনিধি নির্বাচিত করে। পরবর্তীতে নির্বাচিত সাতজন প্রতিনিধি একজনকে স্টুডেন্ট কেবিনেটের প্রধান হিসেবে নির্বাচিত করবে।
    01011ভোটগ্রহণের দিন সরজমিনে গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে দেখা গেছে, অত্যন্ত সুন্দর পরিবেশে ৫টি ভোট কক্ষে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের জীবনের প্রথম ভোটধিকার প্রয়োগ করছে। এক্ষেত্রে শিক্ষার্থীরাই প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সূত্রমতে, গৌরনদী উপজেলার গেরাকুল ্েবগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, খাঞ্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় এবং গৌরনদী আল-হেলাল দাখিল মাদ্রাসা, পশ্চিম লক্ষনকাঠী, মধ্যজঙ্গলপট্টি, গরঙ্গল ও মিয়ারচর দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদার বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এই নির্বাচনে তার স্কুলের ১১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্ধিতা করেছে।
    অপরদিকে পরীক্ষামূলকভাবে দেশের প্রত্যেক উপজেলা ও মহানগরের মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এবং কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র কেবিনেট নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিকতায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গৌরনদী উপজেলার জংগলপট্টি পীর বাদশা মিয়া (রঃ) দাখিল মাদ্রাসার ছাত্র কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষকদের উপস্থিতিতে ১ম বারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরেজমিন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীদের দীর্ঘলাইন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভাটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
    ঔই মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা আব্দুল মজিদ জানান, তার মাদ্রাসায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২৩১ জন ভোটার রয়েছে। ৮ জন নির্বাচিত প্রার্থীদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

    Post Views: ৩,৫৮৪

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে মানুষ মানুষের জন্য সংগঠনের ঈদ পূর্নমিলণী অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ
    • গৌরনদীর টরকী বন্দর মালিক সমিতির কমিটি গঠন
    • গৌরনদীতে বিশেষ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত ‎
    • গৌরনদতে মহাসড়কের ওপর ট্রাক পার্কিং, চার যানবাহনের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত ৩০
    • গৌরনদী বাসষ্টান্ডে নিউ বনলতা রেষ্টুরেন্ট এ্যান্ড ফাষ্টফুট এর উদ্ধোধন
    • গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক বাসভবনে রহস্যজনক আগুন
    Top