Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিধূবার লাশ উদ্ধার

    | ২১:৩৮, অক্টোবর ০৩ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর চাঁদশী গ্রামের নিকুঞ্জ পা-ের পান বরজ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে গৈলা ইউনিয়নের আরআরএমপি-২ অধীনে থাকা নারী কর্মি বিধূবা পাপরি দেওরি (৩৩)র লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশের ধারনা বিধূবা পাপরিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্বজনদের ধারনা হত্যার পূর্বে তাকে ধর্ষন করা হয়ে থাকতে পারে।

    সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের মৃত কৃঞ্চ কান্ত রায়ের কন্যা পাপরি রায়ের বিয়ে হয় ্আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুর পাড় গ্রামের সুখদেব দেওরীর সঙ্গে। তিন বছর পূর্বে স্বামী সুখদেব দেওরী মারা যান। নিহতের স্বজনরা জানান, স্বামী সুখদেব মারা যাওয়ার পরে পাপরি দেওরী তিন সন্তান নিয়ে খুবই অসহায় হয়ে পড়েন। দুই কন্যা লগ্ন দেওরী(১২), পূঁজা দেওরী (৮) স্বামীর বাড়ি গৈলা কালুরপাড় গ্রামে রেখে আসেন। গত ৬ মাস ধরে পাপরি দেওরী নিজে শিশু পুত্র রতন (৬) সন্তানকে নিয়ে বাবার বাড়ি গৌরনদীর উত্তর চাঁদশী বসবাস করেন।

    নিহত পাপরির মেঝ ভাই সুমন রায় জানান, তার বিধূবা বোন পাপরি গৈলা ইউনিয়নের আরআরএমপি প্রকল্পের অধীনে রাস্তা সংস্কারের কাজ করতেন। বোনসহ ৬/৭ জন নারী কর্মি দায়িত্ব ছিল বরিশাল -১ আসনের সাংসদের বাড়িতে। প্রতিদিন সকালে কাজে যেতেন এবং সন্ধ্যার আগে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসতেন। তিনি (ভাই সুমন) বলেন, সোমবার সকাল ৬টার দিকে দিদি দুধের কলস নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যা গড়িয়ে গেলেও ফিরে না আসায় আমরা খোঁজাখুজি করে কোন সন্ধ্যান পাই নাই। গতকাল দুপুর ১২টায় গ্রামে নিকুঞ্চ পা-ের পান বরজে দিদির লাশের খবর পাই।

    প্রতিবেশী উত্তর চাঁদশী গ্রামের মঙ্গল সরদার (৬০) জানান, তিনি গরুর জন্য ঘাস কাটতে পান বরজের পাশে গেলে পাপরির লাশ দেখতে পান। পরে বাড়ির লোকজনকে খবর দিলে তারা পুলিশকে খবর দেন। গৌরনদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পাপরিকে শ্বসরোধ করে হত্যা করা হয়েছে। গলায় নখের আচরের রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। হত্যার আগে ধর্ষনের বিষয়টি নিশ্চিত নই। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া ধর্ষনের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। লাশের পাশ থেকে দুধের কলস উদ্ধার করা হয়েছে যাতে দুধ রয়েছে।

    Post Views: ৯৯২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল আবাদে গৌরনদীতে পার্টনার কংগ্রেস
    • গৌরনদীতে দাবিকৃত চাদা না পেয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে দোকানপাট বন্ধ করে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে হানিফ পরিবহনের বাসের চাকায়  পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
    • অপহরন করে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের
    • ঢাকা- বরিশাল মহাসড়কে গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৬ কিলোমিটার যানজট-আহত-১০
    • গৌরনদীতে মানুষ মানুষের জন্য সংগঠনের ঈদ পূর্নমিলণী অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ
    Top