গৌরনদী
গৌরনদীতে ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উপজেলার দক্ষিন বিজয়পুর পূর্ব মহল্লায় প্লে-থেকে দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের শিক্ষার জন্য“ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল সেন্টার” উদ্ধোধন করা হয়। গতকাল (অবঃ) পুলিশ অফিসার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার এসআই শারমীন সুলতানা শিখা, গৌরনদী মডেল থানার এএসআই মো. মফিজুর রহমান, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যোসেফ ঘরামী, পল্লী বিদ্যুৎ অফিস জামে মসজিদের ঈমাম মো. মামুন, জননী সুপার মার্কেটের ব্যবসায়ী মো. আলমাছ হাওলাদার, মিরান টাইলস’র প্রপ্রাইটর মো. রাজীব হোসেন, গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক সিলভিয়া মূন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল সেন্টারের পরিচালক খারুরন নাহার আসমা, মৌসুমী জাহান, শিমা কাজী, উম্মে হাবিবা প্রমূখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চর গাদাতলি মৃধাবাড়ী জামে মসজিদের ঈমাম মাওলানা মো. গোলাম মোরশেদ।