গৌরনদী
আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন মোল্ল¬ার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্রাষ্টের সদস্য দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাস গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর দাস গুপ্ত অসীম কুমার, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, সুপ্রিম কোর্টের আইনজীবি অমিত দাশ গুপ্ত, প্রধান শিক্ষক জহিরুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সরদার শাহ আলম, কবি অবিচল আঃ মান্নান, ম্যনেজিং কমিটির সদস্য ইস্তেয়াকুর রহমান শাহিন, সেলিম সরদার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার সরদার প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অনুদান প্রদান করা হয়। ।