গৌরনদী
উজিরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ যারা স্বাধীনতার সার্বোভৌমত্বকে বিশ্বাস করে না তারাই ধর্মীয় কাজে বাঁধা সৃষ্টি করে। আওয়ামীলীগ সরকারের আমলে কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। উজিরপুরে উপজেলা সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, ওসি গোলাম সরোয়ার, সঞ্চালনা করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক সহদেব কুমার দাস । উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যানগণ, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক। এ সময় সভাশেষে প্রতিটি পূজা মন্ডপের জন্য সরকারি অনুদানের ১৩ হাজার ৫শত টাকা এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার, উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে ২ হাজার, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে পৌরসভার পূজা মন্ডপে ৩ হাজার এবং অন্যান্য পূজা মন্ডপে ২ হাজার করে নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি। উজিরপুরে সীমাহিন বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারেও তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।