গৌরনদী
আগৈলঝাড়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত পুত্র গ্রেপ্তার, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে রবিবার গভীর রাতে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পুত্র। এ ঘটনায় গতকাল সোমবার আগৈলঝাড়ায় থানায় মামলা দায়েরের পর পুলিশ মাদকাসক্ত পুত্রকে গ্রেপ্তার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সত্তার মোল্লা (৬০)র পুত্র রেজাউল মোল্লা (২৮) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হয়ে পরে। সে বিভিন্ন সময় নেশার টাকা জোগার করতে অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পরে। এতে বাবা সাত্তার মোল্লা বাধা দিলে ও নিষেধ করলে রেজাউল ক্ষিপ্ত হয়ে উঠে। পারিবারিক একটি সূত্র জানান, বখাটে রেজাউল নেশা করে বিভিন্ন সময় বাড়িতে এসে বাবা মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আসছিল। গত শনিবার বিকেলে রেজাউল তার বাবার কাছে এসে ১০ হাজার টাকা দাবি করে। বাবা সত্তার মোল্লা টাকা দিতে অস্বীকার করলে এই নিয়ে পিতা পুত্র বাক-বিতা-া হয়। এক পর্যায়ে পুত্র রেজাউল বাবাকে দেখে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শনিবারের ঘটনার জের ধরে রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মাদকাসক্ত পুত্র রেজাউল মোল্লা তার বাবাকে ঘুম থেকে ডেকে কথা শোনার জন্য ঘরের বাহিরে নিয়ে যান। বোবা সত্তার মোল্লা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মাদকাসক্ত পুত্র বখাটে রেজাউল মোল্লা ধারাল অস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পরে অর্তকিত এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। এসময় আহত বাবা সত্তার মোল্লার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.কেএম সাকিব তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছে ওই রাতেই হত্যাকারী পুত্র বখাটে রেজাউল মোল্লাকে আটক করে। পুলিশ লাশের সুরাতল রির্পোট তৈরী করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে বরিশাল মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন।
এ প্রসঙ্গে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক মোল্লা বলেন, পুত্র কর্তৃক পিতাকে হত্যার ঘটনায় নিহত সত্তার মোল্লার দ্বিতীয় স্ত্রী রুমা বেগম বাদী হয়ে রেজাউল মোল্লাকে আসামী করে গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যার অভিযোগে আটক বখাটে পুত্র রেজাউল মোল্লাকে হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বরিশাল আদালতের হাজির করা হলে আদালতের বিচারক আসামি রেজাউলকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।