গৌরনদী
বিএনপির কেন্দ্রীয় নেতাদের গনসংযোগে বাধার অভিযোগ ॥ সরকারী দলের মহড়া, মটরসাইকেল ভাঙচুর, আহত-৮
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া)য় ঈদ করতে আসেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতারা। তাদের অভিযোগ ক্ষমতাসীন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা শতাধিক মটরসাইকেল নিয়ে শসস্ত্র মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে গনসংযোগে বাধা প্রদান করেছে। এছাড়া বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ৫টি মটরসাইকেল ভাঙচুরসহ ৮ নেতাকর্মিকে মারধর করেছে। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান করতে দেননি বলে সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন দাবি করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বরিশাল-১ আসনের সাবেক সাংসদ সংস্কারপন্থী নেতা এম, জহির উদ্দিন স্বপন অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে আমি গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার সরিকল গ্রামে পৌছেছি। ঈদের দিন শনিবার নেতাকর্মিরা আমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার একদল পুলিশ আমার বাড়িতে পৌছে জনমনে আতংক সৃষ্টি করে। এ ছাড়া ঈদের তিন দিনে ক্ষমতাসীন আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মিরা লাঠিসোটা নিয়ে শতাধিক মটরসাইকেল মহড়া দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশ আমার বাড়ির চারপাশে চারটি চেকপোষ্ট বসিয়ে হয়রানী করেছে এবং গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম নিরাপত্তজনিত অজুহাতে রবিবার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দেন। ক্ষমতাসীন ক্যাডারদের হামলায় আমার কর্মি গরঙ্গল মাদ্রাসার শিক্ষক মো. নজরুল ইসলাম(৪৮), যুবদল কর্মি সোহেল মোল্লা(৩০), জামিল হোসেন(৫২), বাচ্চু সরদার(৪৫) জখম হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অভিযোগ করে বলেন, গতকাল সোমবার দুপুর পোনে টায় ভূরঘাটা বাসষ্টা-ে নেতাকর্মিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে ১০/১২জন ছাত্রলীগ কর্মিরা হামলা চালিয়ে বিএনপি কর্মি চুন্নু মজুমদার (৪৫) জখম করেছে। এছাড়া গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কিরন সরদার(৩৫) আমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে নিজবাড়ি দক্ষিন গোবর্দ্ধন থেকে রবিবার দুপুরে বের হয়ে মোল্লাবাড়ি বাসষ্টা-ে পৌছলে ছাত্রলীগ যুবলীগ কর্মিরা হামলা চালিয়ে জখম করেছে। ছাত্রদল নেতা কিরন অভিযোগ করে বলেন, হামলাকারীরা আমার মটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে পিস্তলের বাট দিয়ে আমাকে আঘাত করে এক রাউ- ফাঁকাগুলি ছুড়ে এলাকা ছাড়তে হুমকি দেন।
জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে নেতাকর্মিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ও স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাত করতে বাড়িতে আসি কিন্তু ক্ষমতাসীনরা যেভাবে হু-া-গু-ার মহড়া দিয়ে হামলা চালিয়ে আতংক সৃষ্টি করেছে এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সাম্ভব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমানের সমর্থক আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আফজাল হোসেন অভিযোগ করে বলেন, আমি আগৈলঝাড়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেনকে সঙ্গে নিয়ে রবিবার দুপুর দেড়টায় বন্ধু সরোয়ার আলমের বাড়ি হোসনাবাদ রওয়ানা হয়ে দিয়াসুর নামক স্থানে পৌছলে শসস্ত্র মহড়ায় থাকা ছাত্রলী-যুবলীগ কর্মিরা হামলা চালিয়ে আমার মটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে অকথ্য ভাষায় গালাগালসহ আমাদেরকে লাঞ্চিত করেছে। আকন কুদ্দুসুর রহমান বলেন, ঈদের দিনে শসস্ত্র মহড়া দিয়ে বিএনপি নেতাকর্মিদের উপর সন্ত্রাসী হামলা ঈদুল আজহার চেতনার পরিপন্থী।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাবেক সাংসদ এম, জহির উদ্দিন স্বপনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করা হয়নি। পুলিশের কাছে সংবাদ ছিল তার বাড়িতে বিভিন্ন মামলার পলাতক আসামীসহ সন্ত্রাসীরা আনাগোনা করছে। আনাগোনাকারী প্রতিপক্ষ সন্ত্রাসীরা হামলা চালাতে পারে এ আশঙ্কায় নিরাপত্ত্বাজনিত কারনে তার বাড়ির সামনের সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম, জয়নাল আবেদীন বিএনপি কেন্দ্রীয় নেতাদের অভিযোগ অস্বীকার করে বলেন, শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগে বাধা দেয়ার অভিযোগের সত্যতা নেই। মহড়ার সঙ্গে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। মহড়া ও হামলার ঘটনা বহুধাবিভক্ত বিএনপির আভ্যন্তরীন কোন্দলের বহিঃপ্রকাশ।