গৌরনদী
গৌরনদীতে ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পচা ও বাসি খাবার বিক্রির দায়ে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত বিচারক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শরিফ অঅহম্মেদ গতকাল সোমবার গৌরনদী বন্দরের সচিন ঘোষ ও সুশিল ঘোষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আহামেদ জানান, গৌরনদী বন্দরের সচিন ঘোষ মিস্টান ভান্ডার শোরুমে ফ্রীজে পচা ও বাসি খাবার রাখার দায়ে তাকে ৫০হাজার টাকা ও তার গদি ঘরে (অপরিছন্ন) খাবার রাখার দায়ে আরও ১০ হাজার টাকা জরিমান এবং বন্দরের সুশিল ঘোষ মিস্টান্ন ভান্ডারে বাসি খাবার রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমান ও তার গদি ঘরে খোলা (অপরিছন্ন) খাবার রাখার দায়ে আরও ১০ হাজার টাকা মোট ৮০হাজার টাকা ভোক্তা অধিকার আইনের মাধ্যমে ভ্রাম্যমান আদালত জরিমান অঅদায় করা হয়েছে।