গৌরনদী
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশন ও ট্রষ্ট্রের উদ্যোগে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশনের আয়োজন করা হয়। এ উপলক্ষে সোমবার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা আন্দোলন গবেষনাকেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক এম, আর মাহবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব ও প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের প্রকল্প কো-অডিনেটর আবদুল্লাহ আল ফারুক, ফাউ-েশনের সহ-সভাপতি কাজী নুরুল মতিন মাসুক, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন।
অনুষ্ঠানে দিনব্যাপি ৫ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। তার মধ্যে বাছাই করা ১৫০ জন রোগীকে ফাউ-েশনে অর্থায়নে চোখের সানি অপারেশনের জন্য নির্বাচতি করা হয়। রোগীদের অপারেশনে, বরিশাল আসা যাওয়া, থাকা-খাওয়া, লেন্স বসানোসহ যাবতীয় খরচ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশন ও ট্রষ্ট্রে বহন করবেন। চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ ইনষ্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল হক।