গৌরনদী
গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কাউন্সিলরকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী থানা পুলিশ পৌরসভার কাসেমাবাদ এলাকায় অভিযান চালিয়ে সোমবার দুপুরে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কাউন্সিলর নুর আলম বাবুলকে (৫০) গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার ওমি মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন একদল পুলিশ নিয়ে সোমবার দুপুর ২টার দিকে কাসেমাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় গৌরনদী পৌর সভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুর আলম বাবুলকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। ওসি আরো জানান, গ্রেফতারকৃত বাবুল পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রোতা। এ ঘটনায় এসআই সগীর হোসেন বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।