গৌরনদী
আগৈলঝাড়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জগদীশ ভক্তকে বরিশাল র্যাব -৮র সদস্যরা ৫০পিস ইয়াবাসহ আগৈলঝাড়া থানায় সোপর্দ করেছে। আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ ও পরিবারের অভিযোগ প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে র্যাব সদস্যরা ছাত্রলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাসিয়েছে । এর প্রতিবাদে গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি বাহাদুরপুর গ্রামের যোগেন্দ্র নাথ ভক্তের ছেলে জগদীশ ভক্ত শনিবার সন্ধ্যায় স্থানীয় বাহাদুরপুর বাজারে স্বপন হালদারে চায়ের দোকানে চা পান করছিল। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে তাদের সামনে থেকে অপরিচিত দু’জন লোক তার মুখে কাপড় বেঁধে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। জগদীশকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি মুহুর্তের মধ্যে এলাকাসহ উপজেলায় ছড়িয়ে পরলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা তার হদিস জানতে আগৈলঝাড়া থানায় ভিড় জমায়।
শনিবার রাত তিনটার দিকে ৫০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। র্যাবের ডিএডি মো. আলী হুসাইন বাদী হয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা জগদীশ ভক্ত জানান, তিনি মিল্কভিটার এজেন্ট। স্থানীয় বাজারে তিনি চা পান করছিল। এমন সময় তাকে আটক করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে মুখে কালো কাপড় বেঁধে চেঙ্গুটিয়া গ্রামের নুরু তালুকদারের রাইস মিলে নিয়ে মারধর করে। তারপরে তাকে নিয়ে গৌরনদীর নীলখোলা একটি বাড়িতে আটক রেখে মারধর করে তার কাছে ইয়াবা আছে মর্মে স্বীকারোক্তিমুলক জবানবন্দি আদায় করেন।
ছাত্রলীগ নেতার বড় ভাই রাজিহার ইউনিয়নের সাবেক সদস্য রনজিত ভক্ত বলেন, আমাদের সামাজিক প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে র্যাব ষরযন্ত্র করে ইয়াবা দিয়ে ফাসিয়েছে। গতকাল সোমবার আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইক, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ। বক্তারা র্যাবের অভিযোগ করেন, র্যাব সদস্যরা প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে ষরযন্ত্র করে ইয়াবা দিয়ে ছাত্রলীগ নেতাকে ফাঁসিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন জানান, ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে বরিশাল র্যাব-৮র অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার-উজ্জামান প্রথম আলোকে বলেন, জগদীস ভক্ত ও তার ভাই রনজিত ভক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেডে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। প্রভাবের কারনে স্থানীয় প্রশাসন তাকে ধরছিল না। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পরে ক্ষুব্ধ হয়ে র্যাবের বিরুদ্ধো মিথ্যা অভিযোগ করেছে। প্রকৃত সত্য হল জগদীস মাদক ব্যবসায়ী ।