গৌরনদী
আগৈলঝাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান ধর্মঘটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে।
ওই গ্রামের মৃত নির্মল হালদার এর ছেলে প্রেমিক নিতিশ হালদারের সাথে একই গ্রামের বুদ্ধিমন্ত পান্ডের মেয়ে প্রেমিকা মনি পান্ডের দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। মনি পান্ডের আগের বিয়ের কথা জানা সত্বেও, নতুন করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিতিশ বিভিন্ন সময় মনিকে নিয়ে একাধিক স্থানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে রাত যাপন করেন। বর্তমানে মনি বিয়ের জন্য নিতিশকে চাপ প্রয়োগ করলে নিতিশ তাকে বিয়ে করতে অস্বীকার করেন। কয়েকদিন যাবৎ নিতিশ মনিকে বিয়ে করতে তাল-বাহানা শুরু করলে, মঙ্গলবার প্রেমিকা মনি বিয়ের দাবিতে নিতিশের ঘরে এসে ওঠেন। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বিয়ের দাবিতে প্রেমিকা মনি পান্ডে প্রেমিক নিতিশ হালদারের বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকে নিতিশ হালদার পলাতক রয়েছেন । এ বিষয়ে প্রেমিকা মনি পান্ডে বলেন- নিতিশের সাথে আমার গত ৩ বছর যাবৎ সম্পর্ক, আমাকে বিয়ে করবে বলে, আমার সাথে গত ১ বছর যাবৎ শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু নিতিশ আমাকে এখন বিয়ে করতে অস্বীকার করে, তাই আমি তার বাড়িতে অবস্থান ধর্মঘট করার সিদ্বান্ত নিয়েছি। মনি পান্ডে আরো বলেন, একটি মহল এই ঘটনাটিকে ভিন্নদিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।