Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে কিশোরী ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার কালকিনিতে স্কুল ছাত্রী উত্যক্তে মামলা

    | ১৬:৪৯, জুলাই ০৮ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীর দক্ষিন বিজয়পুর গ্রামে কিশোরী ধর্ষনের ঘটনায় গতকাল শনিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে ও ধর্ষিতাকে আদালতে জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষর জন্য গতকাল শনিবার বরিশাল প্রেরন করেছে।
    ধর্ষিতার বাবা মামলায় উল্লেখ করেন, তার কিশোরী কন্য (১৪) দক্ষিন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনি পর্যন্ত পড়াশোনা করেন। আর্থিক কারনে গত ৫ বছর ধরে পড়াশোনা বন্ধ করে নিজ বাড়িতে অবস্থান করেন। জীবিকার তাগিতে তিনি ও তার স্ত্রী কাজে থাকায় মেয়ে বাড়িতে একাকি থাকতেন। এ সুযোগে একই গ্রামের দুশ্চরিত্র প্রতিবেশী(৬০) প্রায়ই তার বাড়িতে গিয়ে মেয়েকে বিভিন্ন রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল। কু প্রস্তাবে ব্যার্থ হয়ে বিভিন্ন প্রলোভন দেখান। এসব বিষয় মেয়ে তাকে ও স্ত্রীকে অবহিত করেন।
    গত ৪ জুলাই কিশোরী কন্য হঠাৎ পেটের ব্যাথায় ডাক চিৎকার শুরু করলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শরনাপন্ন হন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফি শেষে চিকিৎসক জানান, কিশোরী ৫ মাসের অন্তঃসত্বা। পরে মেয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে মেয়ে তাকে জানান, প্রতিবেশী (৬০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১৫ ফেব্রয়ারি রাতে ধর্ষন করেছে। যাতে সে (কিশোরী) অন্তঃসত্বা হয়ে পড়েছে।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে প্রতিবেশী (৬০)কে আসামি করে গতকাল শনিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষক(৬০)কে গ্রেপ্তার করে জেল হাজতে ও ধর্ষিতা কিশোরীকে আদালতে জবাববন্দি ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালে প্রেরন করেছে।
    অপরদিকে মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনায় ইউপি চেয়ারম্যানের পুত্রসহ তিন বখাটের বিরুদ্ধে শুক্রবার রাতে কালকিনি থানায় মামলা দায়ের করেছে স্কুল ছাত্রীর বাবা। ছাত্রী উত্যক্তে প্রতিবাদে গতকাল শনিবার সকালে স্কুল চত্বরে মানববন্ধনের আয়োজন করলে বখাটেদের বাধার মুখে তা প- হয়ে যায়।

    পুলিশ জানান, কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছে শিকার মঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মৃধার ছেলে মিঠু মৃধা(২৫) তার সহযোগী রিয়াদ (৩০)ও রানা (২৭) নামের তিন বখাটে। স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করেন, বুধবার সকালে বখাটেরা তার কন্যাকে উত্যক্ত করে। এর প্রতিবাদ করলে বৃহস্পতিবার বখাটে ও তার সহযোগীরা তাকে লাঞ্চিত করেছে। এ ঘটনায় তিনি শুক্রবার রাতে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। স্কুল ছাত্রকে উত্যক্তের প্রতিবাদে ও বখাটের শাস্তির দাবিতে শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এসময় চেয়ারম্যান পুত্রের সহযোগীদের বাধার মুখে তা প- হয়ে যায়। এ প্রসঙ্গে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, স্কুলছাত্রীর উত্ত্যক্তের ঘটনা দুখঃজনক, আমরা স্কুলের পক্ষ থেকে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিযোগ সম্পর্কে জানতে বখাটেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মিঠু মৃধার বাবা শিকার মঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মৃধা বলেন, আমার ছেলে নির্দোস তার বিরুদ্ধে এটা একটি ষরযন্ত্র। এ ব্যাপারের কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে উত্ত্যক্তের ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করেছে। আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

     

    Post Views: ১,২৪২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top