গৌরনদী
গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রোতা গ্রেফতার
গৌরনদী প্রতিবেদক
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক বিক্রোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর আহম্মেদ ও শামচুদ্দিন এক দল পুলিশ পশ্চিম বার্থী এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা দিকে চেক পোর্ট বসান। এ সময় মাদক বিক্রোতা মাহাবুল মোল্লা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে পুলিশ তার শরীর তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। সে বার্থী গ্রামের নেছার উদ্দিন মোল্লার পুত্র। পুলিশে জিজ্ঞাসাবাদে মাহাবুল জানায়, একই উপজেলার পূর্ব বাকাই গ্রামের মাদক স¤্রাট মিলন সরদার ও তার স্ত্রী পুতুল বেগমের নিকট থেকে ক্রয় করে বিক্রির জন্য নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মিলন সরদার ও তার স্ত্রী পুতুল বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) শামচুদ্দিন বাদি হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের শুক্রবার বরিশাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।