গৌরনদী
ঈদ সেলামীর জন্য মামা বাড়িতে যাওয়া হলোনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঈদ সেলামী নেয়ার জন্য ঈদের নামাজ আদায় করে মামা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো মাদ্রাসা ছাত্র রাব্বি হাওলাদার (১২)। ভাগ্যের নির্মম পরিহাসে পথিমধ্যে মহাসড়ক পারাপারের সময় ঘাতক মাইক্রোবাসের চাঁপায় দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছে কিশোর রাব্বি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ঈদের দিন সকাল দশটায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার হ্যালিপ্যাড সড়কের সামনে।
জানা গেছে, উপজেলার শরিফাবাদ গ্রামের কেবলারভিটা প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকার মোশারফ হোসেন হাওলাদারের পুত্র ও ছয়গ্রাম মাদ্রাসার হাফেজী শাখার ছাত্র রাব্বি ঈদের নামাজ শেষে ঈদ সেলামী নেয়ার জন্য গেরাকুল গ্রামের নানা আলতাফ ফকিরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। মাহিলাড়া বাসষ্ট্যান্ড থেকে মাহিন্দ্রাযোগে (অটো) হ্যালিপ্যাড সড়কের সামনে নেমে মহাসড়ক পারাপারের সময় বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাস রাব্বিকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় অজ্ঞাতনামা কিশোর হিসেবে রাব্বিকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক চাঁদাতুলে আশংকাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ওইদিন দুপুর দুইটায় রাব্বি মারা যায়।