গৌরনদী
চাঁদা না দেয়ায় প্রবাসীর উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালে গৌরনদী মডেল থানা পুলিশের সোর্স হিসেবে পরিচিত লতিফ বেপারীর দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সৌদি প্রবাসীর উপর হামলা ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সোর্সকে গ্রেপ্তার করে গতকাল বুধবার জেল হাজতে পাঠিয়েছে।
মামলা বিবরনে জানা গেছে, উপজেলার দক্ষিন গোবর্দ্ধন গ্রামের সৌদি প্রবাসী সৈয়দ চুন্নুর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এতই গ্রামের গৌরনদী মডেল থানার পুলিশের সোর্সর্ লতিফ বেপারী (৩২)। চাঁদা না দেওয়ায় সোমবার সন্ধা সাড়ে ৭টার পুলিশের সোর্স লতিব বেপারীসহ ৭-৮ জন তার উপর হামলা চালিয়ে বেধড়কভাবে পিটিয়ে সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন।এ ঘটনায় মঙ্গলবার রাতে প্রবাসীর ভাবি রিমা রহমান বাদি হয়ে লতিফ বেপারীসহ ১০ জনের বিরুদ্ধে একটি চা*দাবাজি মামলা দায়ের করেছে। পুলিশ লতিফ বেপারীকে গ্রেপ্তার করে গতকাল বুধবার বরিশাল জেল হাজতে পাঠিয়েছে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম ও গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির গতকাল ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে সত্যতা পান বলে জানান।