গৌরনদী
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ॥ দশ দিন ধরে সরবারহ বন্ধ থাকায় চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পটি বিকল হওয়ায় গত দশ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীর স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোংরা ও ভাগারে পরিনত হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ।
ভর্তি রোগী, চিকিৎসক ও স্থানীয়রা জানান, ভৌগলিক কারনে বরিশালের ৫০ শয্যা বিশিষ্ট গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, কালকিনি ও বাবুগঞ্জের প্রতিদিন ২ থেকে ৩শত রোগী ইনডোর ও আউটডোরে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। স্থানীয় আব্দুল বারেক, নজরুল ইসলামসহ অনেকেই জানান, এখানে সব সময় রোগীর প্রচ- ভিড় থাকে। ভর্তি রোগীদের সঙ্গে থাকেন তাদের পরিচর্যাকারী শতাধিক স্বজন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে চিকিৎসক, নার্স, কর্মচারীদের ৬টি কোয়ার্টার ভবনে ২০টি পরিবার বসবাস করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক শামীম হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রতিদিন ৫.৫ অশর্^ শক্তির একটি পানির পাম্প দিয়ে দুই বেলা (সকাল-বিকাল) ৩০ থেকে ৪০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এই পাম্পের পানি দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এবং কোয়ার্টারের বাসিন্দাদের বিশুদ্ধ পানির চাহিদা পূরন করা হত। কিন্তু গত ৩ মে সকালে আকস্মিক পাম্পটি বিকল হয়ে যায়। এরপর থেকে পানি সরবরাহ সম্পূর্নভাবে বন্ধ রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎিসাধীন রোগী মাহিনুর বেগম জানান, গত দশ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের। পানির অভাবে টয়লেট, গোসল সম্পন্ন করতে পারছেন না তারা। আশপাশ থেকে শুধুমাত্র খাবার পানি সংগ্রহ করে কোনমতে দিন কাটাচ্ছেন।
রোগী জাহিদুল ইসলাম, রোগীর স্বজন রুপা আকতার, মুক্তা বেগম জানান, পানি সরবরাহ না থাকায় তাদের গোসল-খাওয়াসহ ও দৈনন্দিন কাজকর্মে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় পানি না থাকায় টয়লেট নোংরা হয়ে গেছে। এতে চরম দুর্গন্ধে ছড়িয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ দুষনীয় ও অসহনীয় হয়ে করে তুলছে। কবে পানি সরবরাহ স্বাভাবিক হবে তাও জানেন না কর্তৃপক্ষ। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা জানান, কোয়ার্টারগুলোতে পানি সরবরাহ না থাকায়, রান্না, হাড়ি-পাতিল ধোয়া, গোসল এবং টয়লেট ব্যবহারে চড়ম বিড়ম্বনায় পড়তে হচ্ছে । বাইরে থেকে সামান্য খাবার পানি সংগ্রহ করে কোনমতে দিন কাটছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কবির হোসেন দূর্ভোগের কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পানি সরবারহের চেষ্টা অব্যহত রয়েছ্ ে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন জানান, গত বছর সেখানে নতুন পাম্প স্থাপন করা হয়েছিল সেটি বিকল হওয়ায় সেখানে নতুন পাম্প পুনস্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পানি সমস্যা সমাধানের চেষ্টা চলছে তবে কবে নাগাদ পাম্প সচল হবে তা নিশ্চিত নয়।