গৌরনদী
মাদকের ব্যপকতারোধে গৌরনদীতে মাদক পারসেপশন সার্ভে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সম্প্রতি সময়ে বরিশালের গৌরনদীতে মাদকের ব্যপকতা বৃদ্ধি পাওয়ায় মাদক বিরোধী নানান কর্মসূচী অব্যহত রয়েছে। মাদক নির্মূলে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার সকালে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকের ব্যপকতারোধে পারসেপশন সার্ভে ও মতবিনিময় সভা অনুষ্ঠি হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার এস,এম, আকতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান, জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরীফ আহম্মেদ, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শিহাব কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, পৌর সভাপতি মো. মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিিটর সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ জুলফিকার সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জয়নাল খন্দকার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু, ইউপি সদস্য মো. মিজানুর রহমান মো. ইদ্রিস আলী, মহিলা মেম্বর শিল্পী আকতার, মহিলা কাউন্সিলর আইরীন আকতার শিল্পী। অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের জন্য বক্তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিয়ে অব্যহত রাখার আহবান জানান। সভাপতি রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা যোগান করেন।