গৌরনদী
ফলো আপ ॥ আগৈলঝাড়ায় বাল্য বিয়েতে রাজি না হওয়ায় ॥ সন্ত্রাসী হামলার ঘটনায় বখাটের ৬মাসের কারাদ-
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাল্য বিয়েতে স্কুল ছাত্রী ও তার মা বোন রাজি না হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) গাজী তারিক সালমন আটক বখাটে অমল সরকার (২২)কে ৬ মাসের কারাদ-ে দ-িত করেছে। হামলাকারীদের সঙ্গে গোপনে সম্পর্ক রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় স্কুল ছাত্রীর পিতা নিপুল করকে তিন মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত করেছে। অনাদায়ে দশ হাজার টাকা জড়িমানা। অপরদিকে স্কুল ছাত্রী বাদি হয়ে হামলাকারী দুই চাচা, চাচিসহ চারজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। দ-িত বখাটেকে গতকাল বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক(এস,আই) মো. মোশারফ হোসেন জানান, জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিপুল করের কন্যা ও বারপাইক্কা মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী নিলিমা কর (১৬) বাল্য বিয়েতে রাজি না হওয়ায় সোমবার রাতে স্কুল ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে মা ও দুই বোনকে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। পরের দিন মঙ্গলবার সকালে স্কুল ছাত্রী আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিলে গেলে বখাটে অমল সরকার(২২) স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা চালায়। এসময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ বখাটে অমল সরকারকে আটক করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্কুল ছাত্রীসহ আহত পরিবারের সদস্যদের দেখতে যান ও শারীরিক খোজ খবর নেন।
আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানান, গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশ আটক বখাটে অমল সরকারকে আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও)র কার্যালয়ে হাজির করা হলে অভিযোগ প্রমানিত হওয়ায় ৬ মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত করেছে। একই সঙ্গে বাল্য বিবাহের সঙ্গে স্কুল ছাত্রীর বাবার জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে তিন মাসের কারাদ-ে দ-িত ও অনাদায়ে দশ হাজার টাকা জড়িমানা করা হয়।
এদিকে সোমবার রাতে স্কুল ছাত্রীর বাড়িতে হামলা মা ও দুই বোনকে রক্তাক্ত জখম করার ঘটনায় স্কুল ছাত্রী বাদি হয়ে চাচা বিপুল কর, রনি কর, চাচি নমিতা কর ও অমলের বোন জামাই রনজিত ম-লকে আসামি করে গতকাল বুধবার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) গাজী তারিক সালমন বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭র ৮ধারায় বখাটেকে ৬ মাসের কারাদ-ে দ-িত করা হয়েছে। স্কুল ছাত্রীর বাবাকে তিনমাসের কারাদ- অনাদায়ে ১০ হাজার জড়িমানা করা হয়। সে দশ হাজার টাকা জড়িমানা ও মুচলেকা দিয়ে অব্যহতি পান। এ ছাড়া ঘটনায় জড়িত স্কুল ছাত্রীর দুই চাচাসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।