গৌরনদী
১৪বছর পর উজিরপুর শিকারপুরের নির্বাচনী তফসিল ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার ৮নং শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিলের ঘোষনা করা হয়েছে। নির্বাচনের দাবিতে মানববন্ধন, সভা সমাবেশ, স্মারক লিপিসহ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পেক্ষিতে ১৪ বছর এ তফসিল ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশাল জেলা নির্বাচন অফিসার কর্তৃক গনবিজ্ঞাপ্তি জারি করা হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মো. জসিম উদ্দিন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে মঙ্গলবার নির্বাচনের ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে। ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ৩০ এপ্রিল মনোনয়ন পত্র যাছাই-বাছাই, ৭ মে প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। শিকারপুর ইউনিয়নের নির্বাচনী তফসিল তফসিল ঘোষনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়রে ইউনিয়নবাসী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৫ শত ৭৯ জন।