গৌরনদী
গৌরনদী আল-হেলাল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী আল-হেলাল একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগী ও মেধা পুরস্কার ২০১৭ পুরস্কার সোমবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাফর শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলর মোঃ লিটন বেপারী, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম আহম্মেদ, শিক্ষক কল্যান সমিতির সভাপতি মোঃ শওকত আলী সরদার, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ আবু হানিফ, সাধারন সম্পাদক সুধাম পাল, মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহম্মেদ সেপাই, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুস সালাম, সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ারুল হক নীরু, স্বপ্না অঅকতার, জেসমিন আক্তার, মোঃ রফিকুল ইসলাম, শারমিন আকতার প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।