গৌরনদী
ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির ঈদ,পুজা, বড়দিন পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাওস্থ টুরিষ্ট হোমে গৌরনদী আগৈলঝড়া- সমিতির ঈদ, পুজা বড়দিন পূণর্মিলনী বনভোজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: এস এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে খেলাধুলা ও র্যাফেল ড্রর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম, জহির উদ্দিন স্বপন, মোল্লা রহিম বক্স বিশিষ্টি সমাজ সেবক অব: উপসচিব, আহসান হাবীব মোল্লা সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ, বাবু নিকুঞ্জলাল হালদার সভাপতি আপন ঢাকা। কাজী বাহাউদ্দিন ম্যানেজার জীবন বিমা, রফিকুল ইসলাম কাজল, জহির সাজ্জাদ হান্নান, ইঞ্জি: মোঃ আলতাফ হোসেন, এ কে এম জহিরুল আলম (প্রজেক্ট ম্যানেজার), কাজী মোয়াজ্জেম হোসেন, সমিতির কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি এ্যাড: রনজিৎ কুমার সমদ্দার, সনজিত বাড়ৈ, গৌরঙ্গ লাল সরকার, সম্পাদক মন্ডলী, কাজী আরিফ হোসেন, সরদার মোঃ আব্দুর রব, এ্যাড. এস এম শওকত হোসেন মিয়া, মোঃ মুরাদুল ইসলাম মুরাদ, মোঃ আনিসুর রহমান আনিস, লক্ষি কান্ত কর্মকার, এস এম মশিউর রহমান পান্নু, মোঃ নাসির উদ্দিন জমাদার, এ্যাড. সমিরন রায়, সৈয়দ মোঃ সেলিম, মোঃ মনির হোসেন সবুজ, কাজী সালাউদ্দিন আহমেদ প্রিন্স, নুরে আলম খান রুবেল, তাহমিনা রহমান, সদস্য বৃন্দ, আবুল কাশেম ফকির, জাবির হোসেন জুয়েল, শ্যামল রঞ্জন মন্ডল, এড. হরিচাদ বৈরাগী সাওন, এইচ এম জামাল উদ্দিন, এলবার্ট প্রদীপ বেপারী, এস.এম. সাব্বির হাসান রনি, ফকির রফিকুল ইসলাম, তপন কুমার বালা, কুমুদ রঞ্জন মন্ডল, প্রমুখ।