গৌরনদী
গৌরনদীর বাক প্রতিবন্ধী যুবতীকে ঢাকায় ধর্ষনের হর হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে ধানডোবা গ্রামের মৃতনুর অলম সিকদারের কন্যা সাদিয়াকে ঢাকায় ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছে। লাশের ময়না তদন্তের পর গত বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার গৌরনদীর নিজ গ্রামে দাফন করা হয়েছে। পুলিশ বলেছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, বাবা মারা যাওয়ার পরে গৌরনদীর এক হতদরিদ্র পরিবারের বাক প্রতিবন্ধি যুবতি কন্যা (১৭)কে নিয়ে এক অসহায় মা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। এলাকাবাসী জানান, সংসার চালাতে মা পরের বাড়িতে ঝিযের কাজ করত। অর্থাভাবে তাদের মা মেয়ের সংসার চলছিল না। গত ৬ মাস আগে একই এলাকার ইটালী প্রবাসীর স্ত্রী জেবুন নেছা (৪০)র প্রস্তাবে বাসা বাড়িতে কাজ করার জন্য যুবতিকে প্রবাসীর স্ত্রী ঢাকার বাসায় নিয়ে যান। প্রতিমাসে প্রতিবন্ধি যুবতির মাকে দুই হাজার টাকা দেওয়ার কথা ছিল।
যুবতির মা অভিযোগ করেন, প্রবাসীর স্ত্রীর বাসায় ৬মাস কাজ করলেও তাকে জেবুন নেছা মাসিক কোন টাকা পয়সা দেননি। তিনি বলেন, কয়েক দিন আগে মোর মাইয়ার খোঁজ নেওয়ার লাইগ্যা (জন্য) ভাইর মাইয়া(২১)কে জেবুন নেছার ঢাকার বাসায় পাঠাই। হেই সময় মোর মাইয়ায় হ্যারে(ভাইজিকে) ইশারা ইঙ্গিতে কয় (জানান) জেবুন নেছার পোলা সাইম গত ৩ মাস ধরে হ্যারে (তাকে) ধর্ষন করেছে এবং জেবুন নেছাকে ধর্ষনের কথা কইলে মারধর করেছে।
নিহতের ভাই অভিযোগ করেন, তার বোনকে জেবুন নেছার বাসার নেওয়ার পর থেকে গত ৬ মাস ধরে জেবুন নেছার পুত্র একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র সাইম জোর পূর্বক ধর্ষন করেছে পরবর্তিতে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে জেবুন নেছা ও তার পুত্র সাইম মিলে স্বাসরোধ করে তার বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে বাড়িতে খবর পাঠায় যে তোমার বোন ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার মামাতো বোন বিষয়টি গত সোমবার ঢাকা কাফরুল থানা পুলিশকে অবহিত করেন। গত ১৩ ফেব্রুয়ারি কাফরুল থানার উপ-পরিদর্শক(এস,আই) মো. কামরুজ্জামান নিহতের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। অভিযোগের ব্যাপারে জেবুন নেছার পুত্র সাইমের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে জেবুন নেছা অভিযোগ অস্বীকার করে বলেন, ধর্ষন বা হত্যা কোনটাই সঠিক নয়। কাফরুল থানার উপ-পরিদর্শক(এস,আই) মো. কামরুজ্জামান জানান, মারা যাওয়ার আগে যুবতিকে ধর্ষন করা হয়েছে কিনা এবং মারা যাওয়ার কারন জানতে চাওয়া হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ্ তবে লাশের গলায় একাধিক দাগ পাওয়া গেছে।