গৌরনদী
সাগর-রুনী’র ৫ম মৃত্যুবার্ষিকী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গৌরনদীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনী’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকারীদের অবিলম্বে খুজে বের করে বিচারের দাবিতে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন শেষে গৌরনদী প্রেসক্লাব সভাপতি মোঃ. আহছান উল্লাহ্’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, দৈনিক বর্তমান এর বরিশাল ব্যুরো চীফ প্রশান্ত কুন্ড শুভ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক খোকন আহাম্মেদ হীরা প্রমুখ।