গৌরনদী
উজিরপুরে গৃহবধূকে ধর্ষন ॥ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন, আরো একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে গন-ধর্ষনের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষা গতকাল বুধবার বরিশালে সম্পন্ন হয়েছে। এছাড়া বুধবার দিবাগত গভীর রাতে ধর্ষন মামলার এজাহারভূক্ত আরেক আসামি আলী জাকের বেপরী(৩১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের এক রিকসা চালকের স্ত্রী ও দুই সন্তানের জননী (৩০) গৃহপরিচিকার কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় ডাবেরকুল বাজারের গলির মধ্যে পৌছলে তাকে ধরে নিয়ে সোহেল তালুকদারের গ্যাসসিলি-ারের গুদাম ঘরের মধ্যে বখাটে যুবক মো. শামীম মিয়া(৩৩), সেলিম বেপারী(৩৪), সোহেল তালুকদার(৩২) ও আলী জাকের বেপারী (৩১) জোরপূর্বক ধর্ষন করে। মালিকান্দা গ্রামের মাজেদ বেপারীর পুত্র সান্টু বেপারী(৩০) ধর্ষনের চিত্র মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারন করেন। গত ১৫ জানুয়ারি তার অনুপুস্থিতিতে (স্বামীর) বাড়িতে গিয়ে বখাটে যুবকরা পূর্বে ধর্ষনের ভিডিও দেখিয়ে জিম্মি করে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা চালায়। এতে গৃহবধূ রাজি না হলে হুমকি দেন। এ ঘটনায় গত মঙ্গলবার ধর্ষিতা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত মো. ইকবাল হোসেন জানান, গতকাল বুধবার রাতে এজাহারভূক্ত আসামি আলী জাকের বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই দিন সন্ধ্যায় এজাহারভূক্ত আসামি শামীম (৩৩) কে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার বরিশাল পাঠানো হয়েছে। বরিশাল সিভিল সার্জন অফিসের একটি সূত্র জানান, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।