গৌরনদী
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুটি পরিবারে নতুন করে বাঁচার স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গত ২২ সেপ্টেম্বর সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় বরিশালের আগৈলঝাড়ার উপজেলার রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম গ্রামের আ. হাকিম হাওলাদারের পুত্র বাবুল হাওলাদার ও সহিদুল হাওলাদার নিহত হন । উপার্জনক্ষ দুই পুত্রকে হারিয়ে পরিবারটি নেমে আসে ঘোর অন্ধকার। নিমিষেই হারিয়ে যায় পরিবারের তিন শিশুর লেখাপড়ার স্বপ্ন। গতকাল রবিবার পরিবারটির পূর্নবাসন ও তিন শিশুর লেখাপড়ার দায়িত্বভা গ্রহন করেন যমুনা ব্যাংক ফাউ-েশন।
নিহত পরিবার, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা জানান, অগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম গ্রামের দিনমজুর আ. হাকিম হাওলাদারের অভাবি সংসার। একা দিনমজুরের কাজ করে অভাব অনাটনে সংসার চলে। পরিবারের সদস্যদের লেখা পড়া করার কোন সুযোগ ছিল না। তাই একটু সুখের আশায় ভিটে মাটি বিক্রি করে বড় পুত্র বাবুল মেজ পুত্র সহিদুল ২০০৭ সালে সৌদী আরবে যান। সেখানে তারা দুই স্যানিটারী ও টাইলস মিস্ত্রির কাজ করে পরিবারে কিছুটা স্বচ্ছলতা ফিরিয়ে আনেন।
নিহতদের বাবা বৃদ্ধ আ. হাকিম হাওলাদার জানান, সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই পুত্র বাবুল ও সহিদুল নিহত হওয়ার পর পরিবারে নেমে আসে অমানিষার অন্ধকার। নিহতদের স্ত্রী ও সন্তানসহ পরিবারে বেঁচে থাকা অনিশ্চিত হয়ে যায়। বন্ধ হয়ে যায় তিন সন্তানদের পড়াশোনা। যমৃনা ব্যাংক লিমিটেড বরিশাল শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মো. জিয়াউল হক জানান, নিহত পরিবারের দুরাবস্থার কথা শুনে যমুনা ব্যাংকের পরিচালক আলহাজ্ব নুর মোহাম্মদ পরিবারটি পূর্নবাসন ও সন্তানদের লেখাপড়ার দায়িত্বভার গ্রহন করার সিদ্বান্ত নেন।
নিহত সহিদুলের স্ত্রী সালমা বেগম জানান, তাকে একটি সেলাই মেশিন ও পূজি হিসেবে নগত সাড়ে ৭ হাজার টাকা, তার দেবর শারীরিক প্রতিবন্ধী নান্টু হালদারকে ব্যবসা করার জন্য নগত ৫০ হাজার টাকা দেয়া হয়। এ ছাড়া নিহত বাবুলের পুত্র দশম শ্রেনির ছাত্র মেহেদী হাসান, সপ্তম শ্রেনির ছাত্র ইউসুফ হাওলাদার ও নিহত সহিদুলের কন্যা তৃতীয় শ্রেনির ছাত্রী সোয়াকে শিক্ষা বৃত্তি (যত দিন পড়াশোনা করবে) প্রদান করা হয়। গতকাল ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত কাগজপত্র ও নগত টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছয়গ্রাম স্কুল এ্যা- কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, ব্যাংকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোশারফ হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তপন বসু, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
নিহত বাবুলের স্ত্রী বলেন, মোরা এ্যাহন দুইডা ডাল ভাত খাইয়া বাঁচতে পারমু। হে ছাড়া মোগো পোলাপানে লেহাপড়া করতে পারবে। নিহত সহিদুলের শিশু কন্যা সোয়া বলেন, মুই লেহাপড়া করতে পারমু কি আনন্দ লাগছে। বাবুলের পুত্র দশম শ্রেনির ছাত্র মেহেদী হাসান বলেন, লেখাপড়া করে দাদা দাদি ও ও বাবার স্বপ্ন পুরন করমু।