গৌরনদী
গৌরনদীতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র্যালী, সমাবেশ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় ছাত্রলীগের কার্যালয়ের সামনে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে কেককাটা শেষে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বরিশাল জেলাপরিষদের সদস্য রাজু আহাম্মেদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা ভাইস চেয়াম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা যুবলীগ’র সভাপতি আনিচুর রহমান, সাধারন সম্পাদক মাহাবুব আলম, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর যুবলীগ’র সভাপতি আতিকুর রহমান শামিম, সাধারন সম্পাদক আল-আমীন হাওলাদার, পৌর যুবলীগ নেতা আউয়াল শরীফ, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম দিলিপ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ,সহ-সভাপতি ইমরাত খান, সহ-সাধারন সম্পাদক ইমরান মিয়া, সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, জিএস জাহিদুল ইসলাম, এজিএস রিজভি জামান রিয়াদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স বেপারী, সাংগঠনীক সম্পাদক বসির উদ্দিন, পৌর যুবলীগ নেতা রফিক মোল্লা প্রমূখ। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন’র নেতৃবৃন্দ র্যালী ও কেককাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
শেষে মধ্যরাত অবধি দেশবরেণ্য শিল্পী কাজী শুভ ও স্থানীয় শিল্পীদের সমন্যয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে আগৈলঝাড়ায় বুধবার সকালে উপজেলা কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ র্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ র্যালী শেষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ নিবার্হী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, সাবেক ছাত্রলীগ নেতা সোয়েব ইমতিয়াজ লিমন, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, সবুজ আকন, আব্দুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি উজ্জল হোসেন খলিফা, সাধারন সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভিপি রাজীব ঘটক অর্ক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জগদীশ ভক্ত ও সমীর মুখার্জী প্রমুখ। আলোচনা সভা শেষে নেতা কর্মীদের নিয়ে জন্ম দিনের কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়। বিকেলে কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।